কবিতা - নীলিমা ভট্টাচার্য



একই ছাদ 


কত গান কত কথা; কত ভাব কত ভাষা;
আনন্দ আবেগ, কত ভালোবাসা।  
ভরিয়ে দিয়েছে ছড়িয়ে দিয়েছে হৃদয়ের ভাব। 
প্রতিশ্রুতির ডালি, ভরিয়ে দিয়েছি খালি,
কেহ নাহি জানে কতটুকু পাবে এর দাম? 
সমুদ্র মন্থনে উঠেছিল অমৃত ও বিষ,
বোকা মানব কিন্তু পায়নি অমৃত 
                          চালাক করেছে হাফিশ।
আজও কিন্তু তার হয়নি ভুল,
সাধারণ মানুষ পাচ্ছে তার মাশুল।
তোমার এ পৃথিবীতে আলো,
                         কত বৃষ্টি ধারা।
করিয়াছে গ্রাস, করিতেছে বিনাশ 
শক্তির অধিকারী যারা। 
এই পৃথিবীতে আছে সকলের নাড়ির যোগ;
তবে কেন পারিবে না দুর্বলেরা,
                          সমস্ত কিছু করিতে ভোগ?
ধরণী সবার মা; মায়ের সন্তান সবাই,
তাই, ভালোবাসা পেতে এক হওয়া চাই। 
বাজিয়া চলিছে ডংকা,
রহিবে না কারু শংকা।
এক সাথে যবে জ্বলিয়া উঠিবে সবে,
সুযোগ পাবে না আর 
                          সমস্ত শক্তিধর।

Comments