কবিতা - সুস্মিতা কৌশিকী



ঐশীক


দৃষ্টি -অতীত যেটুকু স্পর্শময় সেখানে মায়াবী রূপের সঞ্চিত মোহক

দূরে সরে যেতে যেতে মেলে দাও ঐশী কবাট দূরহ জানালা দরজা

অবগাহনে ছলে ঢুকে পড়ো হু হু বাতাসের বিরহবসনে


পাকা শস্যের মাঠে আলপনা মেখে

           চড়ুয়ের জায়মান ঠোঁটে হাত রেখে 

                  ছুঁয়ে যাওয়া জলছন্দ মৃদু স্রোত পায়ে


পুনশ্চ ফিরে যাবো   গেঁহু - গান - গঙ্গোত্রীর দেশে 

জীবনের মুদ্রিত শোক অস্তরাগে হোক নীরব গহীন

Comments