কবিতা - সন্তোষ সিংহ


আমি সূর্য আঁকি


আমি তো রাত্রির কাছে রাত্রি হয়ে আছি

আমি তো আলোর কাছে আলো হয়ে থাকি

রাত্রি ও আলোর মাঝে যত সর্বনাম

যেমন মেখেছ তুমি আমিও মাখলাম

মেখে মেখে দুজনেই আড়ালে যা যাচি 

তাদের চরিত্র এক, এক স্বপ্ন বোনা 

তুমি তা বোঝো নি বলে আমি পদ্যে ঢাকি

পদ্যকেই পদ্ম ভেবে গেলে গোঁসাঘরে

এ কারণে ভালোগুলি বেঘোরেই মরে

কে মরে মরুক ভাই আমি সূর্য আঁকি

ফুটুক যে কোনো ফুল ভুলগুলি ঝরে।


Comments