সম্পাদকীয়





বসন্ত, সরস্বতী পুজো, ও মাতৃভাষা-

সব কিছু মিলিয়ে এই ফেব্রুয়ারি মাস যেন বাঙালি হওয়ার অহংকারকে আরো দশগুন বাড়িয়ে দেয়।

আর সেই সঙ্গে খুব স্বাভাবিকভাবেই জুড়ে যায় বাংলা সাহিত্য চর্চা। বিশুদ্ধ সাহিত্যপ্রেম আর তীক্ষ্ম ঋতুচেতনাবোধ একজন মানুষকে অনেক বেশি অনুভূতিপ্রবণ করে তোলে। যাঁরা লেখক, কবি ও শিল্পী তাঁদের সাহিত্যচেতনা ও শিল্পবোধের মধ্য দিয়েই মূর্ত হয়ে ওঠে ভাষা ও ঋতুর অনর্গত প্রতিটি আর্তস্বর। তাই কিছুটা প্রতিকূলতা সত্বেও এই ভাষা ও ঋতুর নিজস্ব ছন্দ ও আবহকে ছড়িয়ে দিতেই স্বমহিমায় 'কথালহরী' তার ফেব্রুয়ারি সংখ্যা নিয়ে উপস্থিত আপনাদের সামনে। সবাই এভাবেই কথালহরীকে ভালোবাসুন আর সঙ্গে থাকুন।



Comments

Post a Comment