কবিতা - রণজিৎ দেব



শৈশব


বনজঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসা 
এই পুণ্যময় ভারত শান্ত ভোরবেলা
অথচ দুয়ারে বসে আছে ম্লানতর অন্ধ সমাজ
ঝাপসা করে দিচ্ছে দিগন্তপ্রান্তর।

প্রবহমান তিস্তার বিপরীত স্রোতে
জাতপাত বর্ণের বিভক্তিকরণ,খুঁড়িয়ে চলছে কাল,
স্মৃতির ভারে নুয়ে পড়ছে সবুজলতা--
এ দেশ একান্তই আমার।

কঠিন বন্ধন ছিঁড়ে যাচ্ছে, তবুও--
এ দেশ নিজের, একান্তই আমার।

একটি সদ্যজাত পদ্মের কুঁড়ি হাতে নিয়ে
জেগে উঠছে শৈশব।

Comments