এক টুকরো ডুয়ার্স....ছবিতে (দ্বিতীয় পর্ব)
উত্তরায়নের সূর্য কৌণিক দূরত্বে রশ্মি ফেললে ডুয়ার্সে আলো ঝলমল করে। প্রবল দাবদাহ দহন আনলেও দুদ্দাড় বৃষ্টিরাশি নিয়ে আসে শীতল স্পর্শ। শরতের পেঁজা তুলো মিলিয়ে যায় ঘন কুয়াশায় শীত সকালে। ঋতু চক্রে এভাবেই চলে যায় দিনের পর দিন...
অপূর্ব প্রকৃতি আর তার সঙ্গে জনজাতি মানুষের উপস্থিতি ডুয়ার্সকে সবসময়ই অন্য মাত্রা দিয়েছে। দারিদ্র রয়েছে ঠিকই কিন্তু তাকে জয় করেছে এখানকার মানুষের সারল্য। চা-বাগানের সবুজে, পাহাড়ের ভাঁজে, অরণ্যের সীমায় তাই তো ডুয়ার্স লিখে যায় তার নিজস্ব গান।
![]() |
বক্সা ফোর্ট |
![]() |
বক্সা, ফোর্ট থেকে |
![]() |
ডুয়ার্স গাছ |
![]() |
ডুয়ার্স গাছ |
![]() |
কুমাই |
![]() |
জলদাপাড়া পূর্ব |
![]() |
জলঢাকা |
![]() |
অরণ্য শৈশব |
![]() |
জীবন |
![]() |
সামচি |
![]() |
প্রহরী....ডুয়ার্স |
![]() |
ডুয়ার্স কন্যা |
![]() |
টোটোপাড়ার হাটে |
![]() |
জীবন যেরকম |
![]() |
তোর্ষায় বালকের দল |
![]() |
জীবন কখনও এরকম |
![]() |
বাগান কন্যা |
![]() |
গ্রীষ্ম |
![]() |
বর্ষা |
![]() |
শরৎ |
![]() |
শীত |
![]() |
বসন্ত |
(ছবি - লেখক)
ক্রমশ...
Comments
Post a Comment