কবিতা - দেবাশিস ভট্টাচার্য।



বিলাপি আলাপ 



দাদরা খেয়াল রেখে কোমল গান্ধার শুনি 
সতত রঙিন ফুলেরা সেই রাগ জানে 

বিলায়েত খাঁ আর গাইবেন না 
খবর পেলাম পুরোন সানাইয়ের কাছে 
বাতাসেরা পৌছে দেয় খবর গাছেদের কাছে 
ফুলেদের কাছে চিঠি রেখে আসে

গোলাপের পাপড়িরা ঝরে পড়ে একে একে সব-- জলসার বাতিঘরে শুধু ধোঁয়া, কেউ নেই 

গোধুলীর রাখালেরা ফিরে এসে লাল সূতো 
বেধে দেয় বাঁশীদের গায়ে তারপর রেখে আসে 
দেবতার থানে, সারি সারি মৃত বিছানার মত

এই বিলাপি আলাপ লিখে রেখে আসি 
নদীদের জলপাতায় পৃষ্ঠা চিহ্ন এঁকে।

Comments

Post a Comment