কবিতা - সৈকত সেন



প্রস্তাবনা


কৃষ্ণপক্ষের রাত কাটিয়ে ফিরে আসা পথিক
কয়েকটা প্রিয় জলছবি 
আর ঝাপসা হয়ে যাওয়া পাণ্ডুলিপি
গানে গানে যে গল্পগুলো বলা হয়ে ওঠেনি 
যা ছিল শুধুমাত্র নিরাসক্ত ভাবনার উচ্চারণ 
তার দিকেই উঠেছে তীব্র আঙুল।
সমর্পন প্রয়োজনহীন বলেই 
এ শরীর আবার ছুঁয়ে নিয়েছে  অক্ষরমালা 
ধুলোমাটি ঝেড়ে গভীর নির্জনতায় মগ্ন 
চোখ মেপে নিচ্ছে আলোর সতর্কিকরণ।

সম্বল শুধু অপরিহার্য সঞ্চয় 
অনির্ধারিত সূচকের মুখে ঝুলছে সবুজ নিশান
বাতিল যা কিছু অমূলক অভিসন্ধি
জন্ম আর জন্মান্তরের মধ্যবর্তীসময়ে
গৈরিক বর্ণমলা দিয়েই স্বাক্ষরিত হবে
অনুমোদন উপেক্ষিত সকল প্রস্তাবনা।



Comments