কবিতা - সঞ্জয় কুমার নাগ


অবয়ব


ঝকঝকে রাজপথে

খটখটে ফুটপাথ জুড়ে

ঘর-সংসার, পোড়া উনুন

আর ভাঙ্গা থালাবাটি।

কুকুর-বেড়ালের মতো

মানুষের কুঁই কুঁই।

হাড়হিম ঠান্ডায় ছেঁড়া প্লাস্টিকে

শুধু শুধু উষ্ণতা খোঁজা।

মাইকে সতর্কীকরণ--

প্লাস্টিক নিষিদ্ধ করো।

ওদের দেয়ালে আজ

নতুন রঙের প্রলেপ,

তাতে লেখা হবে

ভোটের পদাবলী।

ওদের বাড়িতে আজ

উৎসবের আয়োজন,

প্যান্ডেল,স্টেজ আর লাউডস্পিকার।

কর্তারা যেন লিলিপুট।

কানে কানে চিৎকারের দাবানল--

গরীবী হটাও!!

সব মিটে গেলে

চিৎকার শিৎকার হয়ে ওঠে।

বোতলের জিন

বেরিয়ে আসে বাইরে।

আসলে,এ সব‌ই

জীবনমুখী গানের উপাদান।।


Comments