কবিতা - পহেলী দে


উপেক্ষার বর্ষণ


সারাদিন বৃষ্টিতে ভিজলাম

তবু উপশম পেল না হৃদয়ের অরণ্য

ছোপ ছোপ রক্ত ফুটে আছে পাতার ফাঁকে ফাঁকে

মগডাল ছাই হলো উপেক্ষার বর্ষণে।


এক আষাঢ় স্বপ্ন নিয়ে যে নদী ঘর ছেড়েছিল 

ফেরার পথে কুড়িয়ে আনে ধুলোর প্রবঞ্চনা,

দুঃখ তাড়ানিয়া রোদে প্রতিবিম্বিত শরীর বেয়ে 

                             নেমে আসে ঝড়ের ঘূর্ণি

চিরল জলের ডগায় শুয়ে থাকে আকাশ নামের ভ্রম।


মাছেদের শহরে সূর্যাস্ত নামে

অন্ধকার ঘনীভূত হলে ফিনিক্স পাখি 

ফিরে পায় পারিবারিক পাঠশালা

সম্পর্কের দোতারায় বেজে ওঠে আত্মার মূর্ছনা।  


ঘন জঙ্গলে পথ হারিয়ে একজোড়া ডাহুক 

অবিশ্রান্ত উড়ে যায় বিষণ্নতার দিকে

উপশমহীন অশ্রুবিন্দু বৃষ্টিপতনের শব্দে মাপে 

                                 মাটির গভীরতা,


সারাদিন বৃষ্টিতে ভিজলাম

তবু সিক্ত হলো না ঘাসফুল হৃদয়, 

চোখের সামনে ভিজে চুর হলো 

মফস্বলের বিবাহযোগ্য আধুনিকা, 

ব্যাঙের ছাতার মত টিনের বাড়ি 

বড়পুকুরের নিপাট যৌবন।


Comments