কবিতা - শর্মিষ্ঠা দাশগুপ্ত নিয়োগী

ইচ্ছে


উপেক্ষা আর অবজ্ঞার শ্বাসটা, 

মনের কোনে, 

ঘন কালো মেঘ জমায়----

দু'চোখ বেয়ে ধারা নামলেও

হাল্কা হয়না মন।

জটিলতার নাগপাশে জড়াতে জড়াতে,

হুতাশী মন --

নীল শীতলতায় স্তব্ধতা চায়।

প্রানের সঞ্চার,

পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য।


তবে কেন 

স্বার্থপরতা - অহং এর আস্ফালনে,

কলুষিত দেহ-মন? 

আবেগ -বিবেক ----

একালের কৃপনতা,

চারিদিকে শুধু "আমি"র রঙ 

ছড়িয়ে দেবার নেশা।

অশান্ত মন খুঁজে নিতে চায়,

অমলিন এক শান্তির বাস।

নীল আকাশ হোক সে ঠিকানা---

সাদা মেঘ হয়ে ভাসব যেখানে।

Comments