গুচ্ছকবিতা - দেবব্রত দাস


রঙিন মাছের সমুদ্র 

তোমার কথা মনে হবার পর

হৃদয়টা সজারুর মতো

অপার্থিব কাটায় ভরে উঠলো


তাই একটা ছন্দময় শব্দের ভেতর

তোমাকে খুঁড়ে খুঁড়ে আবিষ্কার করছিলাম।


সেদিন জঙ্গলে গিয়েছিলাম

ভেতরে জমে উঠা আহত কিছু দুঃখের শুশ্রূষার জন্য

সারাদিন ঘুরে ঘুরে সারিবদ্ধ গাছের দুঃখ দেখেছি

                                           হরিণের দুঃখ দেখেছি 

                                           ঘাসের দুঃখ দেখেছি

আর শেষ বিকেলে বাড়ি এসে 

আরো নতুন কিছু দুঃখের উপস্থিতি দেখলাম।


মহল্লার বিয়ে বাড়িতে তুমুল বাজনা বাজছে

বাজনার সাথে সাথে আমার মন নৃত্য করছে

আমি তাকে না করা স্বত্তেও 

বাহির দিয়ে কপাট লাগিয়ে চলে গেছে ।

আমিও ভাবছি ভেতর থেকে দরোজা আটকে দিয়ে

একাই থাকবো।


অথচ বহু আগে থেকেই ঘরের ভেতর বসে আছে 

একটা কালো বেড়াল 


যখন অঝোর বৃষ্টির ভেতর তোমাকে ভাবছিলাম

তখনই হুট করে একটা হাতি ঢুকে গেলো

                                মাহুতকে তাড়া করতে করতে


তোমাকে আর ভাবতে পারছিলাম না

শুধু মস্ত এক হ্রদ চোখের সামনে দুলছিলো।


হৃদয়ে প্রবাহিত হওয়া ও আমার বিবস্ত্র নদী

এসো অক্ষরের মধ্যকার দূরত্বে লীন হয়ে যাই

তারপর শেষমেশ ফিরে আসি

রঙিন মাছের সমুদ্র নিয়ে।


Comments