কবিতা - সমীর কুমার দাস

 


উদ্গীরণ


এই আমার আস্ত জীবন

ব্যস্ত থেকে কেটে গেল কতটা কাল

গানে কবিতায় নাটকে স্লোগান মুখরতায়

ছাপিয়েছি বারবার

কেটেছি সাঁতার জনজোয়ারে


মুখোশের আড়ালে মুখগুলো

জ্বল জ্বল স্পষ্ট এখন আমার চোখে

এখন যোগ বিয়োগের পালা

হিসেব শেষে ফলাফলে জানি মস্ত গোল্লা


এখন নিরবতায় নিরালায়

বুকের ভিতর আঁচড়ায়

ক্লান্তিহীন রাতে ঘুমহীন চোখ দেখে

শরীরের রক্ত স্রোতে

আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ।


Comments