কবিতা - জগদীশ আসোয়ার


নির্বাণ


কোথায় চলেছ,অনিকেত?

এ- মাটি তোমার।

এই ঘর,এই গাছপালা

মিথ্যে নয়।

ছুঁয়ে দেখ।

ওই নদী বয়ে যায়,

ও- নদী শীতল।

শুধু শিখে নাও

অবগাহনের মন্ত্র,

তাহলে নির্বাণ

Comments

Post a Comment