কবিতা - মনোনীতা চক্রবর্তী


তোর জন্য


প্রকাশিত লেখার মতো গুমোট
হয়ে বসে আছে অপ্রকাশিত মননামা, পড়ে রয়েছে একটা মুকুটহীন পাংশুটে পাণ্ডুলিপির পাঁজরে। 
ফিনকি দিয়ে উড়ে-পুড়ে যাচ্ছে
স্মৃতিমুখ ও কথোপকথন।

খুব মনে পড়ছে তোকে খেপি!
আমাকে একটু একা থাকতে দাও তোমরা...

সঙ্গীত থেকে আচমকা 'আ'-কার 
উড়ে গেলে, শহর জুড়ে কারফিউ জারি হয়; সমস্ত বাতি নিভে যায়..

Comments

Post a Comment