কবিতা - দেবশ্রী রায়



একান্তে জলের সঙ্গে


ছয়

সবখানে তল খুঁজে পাওয়া অনিশ্চিত 
তবুও কিরকম অনায়াসে জলে নেমে যাই 
কখনো মাঝি কখনো মাছের মতো
দানা দানা জলস্পর্শ থেকে উষ্ণ অনুবাদ 
তারপর এক নির্বাক বাষ্পীয় কাহিনী


কতটা সহজ হতে পারি জলের সঙ্গে
সে কথা লুকোনো ভাল নিজের কাছেই
নিসংকোচে গচ্ছিত রাখা আবরু,
অকপট স্বীকারোক্তি 
আর এভাবেই ধীরে ধীরে জলজ হয়ে ওঠা 
এখন তো মেঘ, ডুব, সাঁতার এটুকুই জীবন
বাকিটা তোমার আমার অকারণ পিছুটান।


চোখ, জল আর নদী কিংবা সমুদ্র 
এত কাছাকাছি বলেই হয়তো 
চোখের জল লুকোতে বৃষ্টি ভেজার চেয়ে
আর কোন সহজ উপায় খুঁজিনি কোনদিন।


 
সাত

একটা গোপন স্নান
লেগে থাকা ফোটা ফোটা জল
জানিয়ে দেয় ভেতরের কঠিন পবিত্রতা
নিছক টলটলে আবেগ ধুয়ে যায় আনখ
জ্বর আসে কখনো খুব
পায়ের তলা অবধি মৃত্যুপ্রবণতা,
নির্ধারিত কম্পন এক করে দেয় পাওয়া ও প্রতীক্ষা  
স্বভাববশতঃ ভাবনাজল খুঁজে নেয় অন্তমিল
ব্যথার মত না বলেই কবিতা আসে 
অভিমানে পুড়ে যাওয়া আঙ্গুল ছুঁয়ে নেয়
জলের কাছে শিখে নেওয়া তরলতা,
কিছুটা কান্না লেখা হোক শেষ পাতায়।

Comments

Post a Comment