কবিতা - তাপস মহাপাত্র

দুঃসাহস


বুকের মধ্যে একটা দুঃসাহস রাখা ভালো

কেউ আঘাত করলে খুব সহজে প্রতিরোধ করা যায়।


কিন্তু তা এমন কী  অদম্য ! কেউ বলে-  

                তা কোনো সাংঘাতিক ঝড়ের মতো। 

কেউ বলে-  তা এমন এক খরা, যার সবকিছুই চৌচির।

আবার এও হতে পারে-  এমন একটা বসন্ত

                যার কাছে নুয়ে থাকে বিনম্র-বিলাস।


অথচ ধান কাটা মাঠের শোরগোল লেগে থাকে কানে,  

যে হাওয়া গায়ে লাগে- তাও কেমন ভৌতিক

               শুকনো লতার মতো জ্বালিয়ে দেয় বুক......

তার পরাক্রম নেভাতে তখন কোথায় কে !

ভালোবাসা যেন নবান্নের আঁচ, ছাইর মধ্যেই তার এক্তিয়ার


দুঃসাহস বলতে আমি সেই শীতকেই বুঝি, বুকের মধ্যে যে স্নান করে নির্ভয়ে।

Comments