কবিতা - দেবশ্রী রায়


একান্তে জলের সঙ্গে


চার 


ইচ্ছে মতো জীবনের সমীকরণ আঁকো 

আর মুছে দাও

অথচ এদিকে আমি 

জলের কাছে পড়ে থাকি রাত্রিদিন

শ্বাসমুলে জমিয়ে রাখা অভিমান

ম্যানগ্রোভ জীবন।


চেনা অববাহিকার প্রান্তদেশ ছুঁয়ে

গন্ডি কেটেছি অনিচ্ছার পেরেক ঠুকে

মাঝে মাঝে চাপা পড়ে যাওয়া ইতিহাস 

কথা বলে 

কথা বলে ঝড়ে পড়া শুকনো পাতারাও

জানি কতখানি সঞ্চয় জমা থাকে তার ভেতর

আর কতটা ক্লোরোফিল এর অপচয়।


শুধু বাষ্পমোচন আছে বলেই জীবন আছে

নির্বিকার, উপায়হীন।


পাঁচ 


মৃত্যুকে অনুবাদ করতে গেলে 

বেশখানিকটা জলের প্রয়োজন

মৃত্যুশোক এক প্রবল জলোচ্ছ্বাস

একটা মেঘলা জীবনের সূত্রপাত,

কান্নার ঘনত্ব মাপতে গেলে 

আগে জেনে নিতে হয়  

প্রতিটি তাপমাত্রায় জলের ভিন্ন রূপ। 

রোদের আড়ালে 

কতটা গভীর থাকে মনখারাপ,

থাকে হারিয়ে যাবার কতখানি অভিসন্ধি

তা কেবল বলে দিতে পারে 

অনেকগুলি ধুয়ে যাওয়া ঘুম আর দীর্ঘশ্বাস।


আলো থেকে  দূরে সরে গেলে 

বিষাদ ডেকে আনে রাত

লোনা জল দিয়েই শুরু হয় 

অনিশ্চিত জলছাপ জীবন।




Comments

Post a Comment