কবিতা - অম্বরীশ ঘোষ


যাত্রাপথ


যেন এক মায়াবী ঘুমের ভেতর ভাসছি 

দু'ধারে পাড় সেজে দাঁড়িয়ে রয়েছে আক্ষেপ 

ইচ্ছেরা দাঁড় সেজে হাত নাড়ছে ব্যর্থতাদের 


ঘুমের ওধারে পেঁচিয়ে আরও জমাটবাঁধা ঘুম 

কতটা সূর্য ডুবলে চাঁদ উঠবে জানিনা 

শুধু এই ভাসার সংলাপে প্লাবন খুঁজছি 


আর্তনাদ মাখা অস্থির বাস্তবের গাহন নেই 

পিঙ্গল মুহূর্তেরা তেলরং মেখে দ্যুতি ছড়ায় 

সেখানে মন্থর নগ্নাংশেরা জীবন খুঁটে খায় 


এই মায়াবী ঘুমে যেন ভেসেই চলি 

সভ্যতার থার্মোমিটারে উত্তাপ বাড়ুক ক্ষতি নেই




Comments