কবিতা - স্মৃতিজিৎ

 



বিরহ


তোমাকে শুধু এক নজর দেখব বলে 

অযুত জন্মচক্র পেরিয়ে এসেছি

এই সব জন্মান্তর বয়ে গেল ঈশানের পাষাণকোলে 

অনেক নক্ষত্র ও গ্রহদোষ কটিয়ে এলাম

চন্দ্রগ্রহণের বলয় আঙুলে পরে নিয়ে

এভারেস্টের চূড়ায় বসে থেকে কাটিয়ে দিলাম বিদগ্ধ আলোকবর্ষ

তুমি এলে না


তোমাকে শুধু এক নজর দেখব বলে 

আন্দামানের সৈকতে বসে অনিমিখ তাকিয়ে রইলাম 

দূর জাহাজের মাস্তুলের চূড়ায় 

আরব সাগরের কালোমেঘ ঠাণ্ডা হয়ে লাল পাহাড়ের বরফ হয়ে গেল

তুমি এলে না 


তোমাকে শুধু এক নজর দেখব বলে 

বসে আছি কৈলাসে

আমার ধ্যানের পাশ দিয়ে শিস দিয়ে চলে গেল কত হুর-পরি

একবার ফিরেও তাকালাম না তাদের দিকে

তোমাকে দেখার আগে আর কোনো অপ্সরার দিকে তাকাবো না বলে

আমি গান্ধারীর মত বেঁধে রাখলাম দুই চোখ

কত অপ্সরার ঘুঙুর নাচতে নাচতে ক্লান্ত হয়ে ফিরে গেল

তাদের অভিশাপের দীর্ঘশ্বাসে আমার মাথায় বেঁধে গেল শিবজটা

তবু তুমি এলে না


কতদিন দর্পন দেখিনি, ছুঁইনি কৈলাসের শান্ত সরোবর 

তোমার চোখের তারায় নিজেকে আবিষ্কারের অপেক্ষায়

আর কতকাল বসে থাকতে হবে 

শুধু এইটুকু জানাতে তুমি একবার তো এসে দেখা দাও প্রিয় অন্বেষা




Comments