কবিতা - গৌতমী ভট্টাচার্য

রোদ ঝলমলে শীতের রবিবারে 


রোদ ঝলমলে শীতের রবিবারে 
প্রচ্ছদ দেখি সাগর দিঘীর পারে 
এক নীলাকাশ বুক পেতে রয় জলে 
কিছু পরিযায়ী ডানা মেলে উড়ে চলে। 

এক মুখ দাড়ি ঠোঁটে সিগারেট চেপে 
যুবক ছেলেটা ক্যানভাসে ছবি আঁকে 
দু'চোখে স্বপ্ন সাগরের মতো নীল 
যুবক ছেলেতে নন্দলালের মিল। 

ওই পারে কিছু কচিকাঁচা দেয় ঝাঁপ 
সাগর দিঘীর জলেতে উঠেছে কাঁপ 
চিৎকার শুনি কোণি ফার্ষ্ট কোণি ফার্ষ্ট 
এগিয়ে যাবার লড়াইটা দেখি জাস্ট।



Comments