কবিতা - উত্তম চৌধুরী




বোধের শরীর 


ফিরে আসে বোধের শরীর।


ফাগুনের আলোমাখা তির

ফিরে যাচ্ছে নিজের ছিলায়।


সময়ের লতায়পাতায়

বড় বেশি আটকে পড়েছি

ঋতুরঙ্গ, আড়ম্বর ঘিরে।


রেখেছি নিজস্ব দাওয়ায়

গাঢ় চোখ, প্রত্যয়িত হাত।

আপাতত ঘুরিয়ে দিয়েছি

আবেগের জলের প্রপাত।

               


Comments