কবিতা - হেরম্ব কুমার বর্মন


তবুও একলা হাঁটি 


আর এক প্রজন্মের সেতু বাঁধা আছে ঘাটে

আকাশের দিকে হাত বাড়িয়ে আছি

এক ফোটা জলে ভিজে গেছে বুক আর প্রেম

আগুন আগুন ----

চারদিকে মহাশূন্যের সহচরী

মৃদঙ্গ কাঁপানো সুর

ফুলে ফুলে আলিঙ্গন

বেমানান বিলাস আর ঢেউ ভাঙ্গার গান

শুনতে শুনতে ক্লান্ত কবির মন

তবুও একলা হাঁটি।




Comments