কবিতা - অরবিন্দ ভট্টাচার্য


কিন্নর অথবা কুমিরকাঁটা 


কুমিরকাঁটায় স্বর্গসুখ অথবা
কিন্নরে লাস্যময়ী অপ্সরার প্রলোভনে
মেতে ওঠে বেহুদে হৃদয়।

গল্প শুনেছে অনেক যেমন-
ফুলের সাথে ভ্রমরের 
ময়ূরের সাথে ময়ূরীর
আকাশের সাথে সাগরের
গভীর শৃঙ্গার।

স্বপ্নে মিথুন বিভোর
নিষ্ফলা নিশি চারণায়
বয়ে গেছে সবুজ জীবন।

চাঁদ সদাগরের সপ্তডিঙার
মাস্তুলের খোঁজে
বালাভূতের বালিয়াড়িতে
আজ পড়ে আছে নিথর সময়।


Comments