মড়কের গন্ধ
আমরা বেঁচে আছি মহামারীর ইঁদুরের মতোন
খৈরঙা মাটি একটু একটু করে প্রতিশোধ নিচ্ছে...
পাপে ভারাক্রান্ত হাতে আগুনে জল দিই,
এখনকার মতো নিভে গেলে নিশ্চিত....
আমাদের বুকে শত বছরের ধোঁয়া জমে আছে ;
তাই রাস্তায় নামলে সিগারেটের গন্ধ বেরোয়।
আমরা আশ্চর্য জাতের ফুল
যার গন্ধে প্রেম নয় পৃথিবীর বুক চিরে কষ্ট উথলে আসে,
মাটি আর কতকাল ফাটাদাগের পেট নিয়ে বাঁচবে....
তাই মহামারীকালে বন্যা উঠলে পৃথিবীর দোষ নেই...
সেদিন কিছু সবুজ রঙের ফুল দেখেছি
পাতা ভেবে পশুরা চিবিয়ে খাচ্ছিলো..
আমরা সেই ফুলের দলের লোক ,
গায়ে সিগারেটের গন্ধ বলে প্রানী হয়েও পুড়ে পুড়ে মরছি।
নাদিরা
ReplyDelete