কবিতা - সৌরদীপ বর্দ্ধন

নেশা


ইদানিং নেশা করা ছেড়ে দিয়েছি 

বড্ড বিরক্ত হয়ে পড়ছি আজকাল।

চারিদিকে ঘন কালো মেঘের আস্তরণ ছেয়ে রয়েছে, 

কিছু ধেয়ে আসছে বরাবর।

স্পষ্ট দেখতে পারছি,

এই গোটা গোলাকার জগৎটায় 

যারা যোগ্য, যারা বারবার ভালবেসেছে, 

বারবার পেতে চেয়েছে, 

ঠিক তাদের ওপর হামলা হবে।

প্রবল বারিধারায়,ঝড়ে একবুক জলে দাঁড়িয়ে তাদের লড়ে যেতে হয় বারংবার।

আর পাশের বেপাড়ার বিছানায় শুয়ে থাকা ঠান্ডা সরীসৃপেরা উপভোগ করে দুপুরের টিভি শো।

ভাবতে ভাবতে বিরক্ত হয়ে যাই,

বিকেলের লাল আভা,শরৎ এর আকাশ,

একটা প্রাণচঞ্চল দুপুরে একসাথে বসে থাকা,

সবকিছু মিথ্যে! সব!

একবার মনে হয় ছেড়েছুড়ে দেই রঙ্গমঞ্চ,

 হাতে নেই তলোয়ার

মেঘের টুঁটি টিপে ধরে বলি এবার চল সেদিকটায় যেদিকে দরকার প্রলয়।

এক কোপেই উপড়ে ফেলি কালো মুখোশ,

বুঝিয়ে দেই পৃথিবীটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়।

ইদানিং নেশা করাটা ভীষণ প্রয়োজন! 

Comments