কবিতা - তাপস দাস চৌধুরী


স্ফুলিঙ্গ 


দেশলাই হয়ে ওঠো তুমি মেয়ে, দেশলাই হয়ে ওঠো-

হয়ে ওঠো এক স্ফুলিঙ্গ!

তোমার বুক হোক ভিসুভিয়াস,

চোখের কোনে নদীর ধারা,কপালে  জমাট শিশির বিন্দু

পিচকারীতে হয়ে উঠুক উষ্ণ প্রস্রবণ।

তোমার নিশ্বাসে যেন বয় লু ----

যখন তুমি মৃগয়ায় খাদ্য  মাংস!

পিশাচের নাভিমূল ছিন্ন করো পাপঘাতী চক্রে

তোমার সর্বাঙ্গে যেন থাকে  বর্শার  ফলা, 

ছিন্ন করে দেয় সমস্ত কামুক অঙ্গ 

নরপিশাচের বিকৃত, পাশবিক বৃত্তি!

তোমাকেই কেন হতে হয় মোমবাতি????

কেন জ্বলবে তুমি বারংবার আত্মদহনে?? 

তুমি না দূর্গা!কালিকা, চন্ডী!

অবাধে গমনে কেন এ গন্ডি!

জঠরে তুমি অসুর জন্ম দিও না!

১৬ বছর ১৭ বছর ইঁচড়ে পাকা 

কেন কৈশোর বিপথে যায়? 

তেরঙ্গা আর আম্বেদকর কি 

আজও  তবু জেগে ঘুমায়!? 



Comments