কবিতা - সুভান

মা বিড়াল


আলেয়া নয়, জোনাকিও নয় 

হাত রেখেছি এক অন্যরকম আলোয়...

যে আলো নারীর দুচোখ দিয়ে 

জীবনের অন্ধকারে ঢুকে পড়তে চায়। 


যারা চেয়েছিল গাছের মতো সংসার হোক,

তাদের রেণু ও বীজ গোপন সরোবরে ভাসে।

আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে ঘুমের মুদ্রা

শব্দে সজাগ মাটি, তবু শীতের মতোই জড়োসড়ো।


সেই মেয়েলির শালের নীচে 

পুরুষ কখনো পীর কখনো নিমেষে জাদুকর।


পর্দা সরালে ফের আলো ঢুকে পড়ে করুণ অন্ধকারে,

ঘরময় আলো আর মুড়ে ফেলা কাগজের রাত,

বিড়ালের নরম আদর। 


তোমার কাচের দুচোখ থেকে মায়াঘুম তুলে রেখেছি।

যেভাবে আমাকে তুমি বিড়াল মায়ের মতো 

আমারই অন্ধ থেকে মুখে করে তুলে এনেছ...

Comments

Post a Comment