সম্পাদকীয়

অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময় 

রুদ্র যতে দক্ষিনং মুখং তেন মাং পাহি নিত্যম 


অন্তরাত্মার আলোর সামনে বিশ্বের সমস্ত আলো ফিকে পড়তে পারে। তাই সবার আগে প্রয়োজন আলোর সঙ্গে নিজেকে একাত্ম করে আনন্দে মেতে ওঠা।

যে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে আজ আমরা এগিয়ে চলেছি, মনের সাতরঙা আলোর সবকটি উদ্ভাসিত হয়ে দূরীভূত হোক সে অন্ধকার। উজ্জ্বলতর হোক সকলের জীবন, আলোয় আলোয় ভরে উঠুক জগতের সমস্ত দিক। সবাই ভালো থাকুক, আলোতে থাকুক।


Comments