কবিতা - সুলগ্না বাগচী


মৃত্যুপার 


মৃত্যু, ওপারে কি কি আছে?
পান্ডুলিপি সাজিয়েছ কি আমাদের মতো 
ক্ষয়িষ্ণু দিনে ওখানেও কি রোদ ওঠে 
তুমিও কি কবিতা লেখ আমাদের মতো 
তোমার গানেও কি থাকে মনখারাপের কথা
তুমিও কি যত্নে রাখো আমাদের সংলাপ 
মৃত্যু, সত্যিই কি কি রেখেছ ওপারে?

যারা চলে যায় এপার ছেড়ে 
কি কি উপহারে সাজাও তাদের 
কতটা বৃষ্টি নামে তাদের রাতে 
কতটা ভালাবাসা রাখো প্রেমিকার নামে 
মৃত্যু, কি কি রেখে দাও ওপারে?

এই আসা - এই যাওয়া, মৃত্যুতে লেখা থাক 
কিভাবে কখন শেষ হবে  আমাদের যাতায়াত ৷

Comments