কবিতা - অংশুমান চক্রবর্তী


পাঠ

কে যেন আঁকড়ে ধরে
শুনতে চায় অফুরন্ত কথা,
সময় তো বেমানান, 
এঁকে যাই দ্রুত নীরবতা।

নিজেকে গুটিয়ে রাখি
মুড়ে রাখি শুধু রাংতায়,
কৃষ্ণমেঘ দেখলেই 
অদৃশ্য হয়ে যাই প্রায়।

অভিমান জমে বুকে
মনে মনে চেয়ে নিই ক্ষমা,
বুঝি না তো ভাষা তার
করে দেয় কেউ তর্জমা।

উদাসীন অনুভব 
শরীরের ভাষা পড়তে পারে?
কে দেবে আমাকে পাঠ
বৃষ্টিধোয়া গাঢ় অন্ধকারে?

Comments

Post a Comment