কবিতা - দীপ্তি রায়


বৃষ্টি নামুক


নগ্ন দুপুরে  মুঠো মুঠো আবির  রঙে রামধনু  সেজে উঠেছে  বিকেলের আকাশে।  রোদ্দুর বাড়লে নগ্ন বালুতটে আচল শুকিয়ে নেয় মৎসকন্যারা  আর  সন্ধ্যার অস্তরাগে পদ্মপাতায় মুখ লুকোয়। 

পাহাড়ের হাতছানি  উপেক্ষা করে অতীত ভাসিয়ে দিই ঝর্ণার জলে। সমুদ্রের জোয়ার ভাটার সন্ধিক্ষণে মুক্তো খুঁজে  ফিরি  ঝিনুকের নাভিমূলে। 

আমি জীবনানন্দের বনলতা সেন নই। আমি শুধু অহল্যার মতো পাষাণ প্রস্তরে বিনিদ্র রাত লিখে রাখি রামের প্রতিক্ষায়।

নষ্টচাঁদে কলঙ্ক ভেজাই। চাঁদের গায়ে কলঙ্ক দাঁগ বিমূর্ত  হয়ে উঠলে বৃষ্টির জলে  তোমার প্রতিবিম্ব ভেসে ওঠে।  ঠিক যেভাবে সিন্ধুর জলে প্রাচীন সভ্যতা আজও কথা বলে ওঠে।

তবুও চাই  বৃষ্টি নামুক ঝমঝমিয়ে হৃদয়পুরে। মন ভিজুক, শরীর ভিজুক আর  অমানিশা কাটুক নতুন প্রভাতে। আর  আমার একটা বৃষ্টিমাখা সকাল হোক।

Comments