কবিতা - অর্ঘ্য দে

নিরুদ্দেশ


বিরামহীন বৃষ্টির ভিতর হানা দেয় এখনও,

যথেচ্ছ আঁচড়ে ফুটে ওঠে সমীকরণ   

মন আর শরীরের রসায়নে

চরম উপভোগ্য সেই মুহূর্তে 

ছলকে ওঠা ইচ্ছা, রসাত্মক - একান্ত ব্যক্তিগত। 

 

শরীরকে তখন পানপাত্র বলে মনে হয়,  

এক চুমুকে আমায় শেষ করে ফেলবে আদিম রিপু 

সব আলো নিভিয়ে নিজেকে সাজাতে থাকি ফোঁটায় ফোঁটায়। 

Comments