ঘূর্ণিঝড়
আঁধার ঘনিয়েছে যে পথে চাঁদের আলো ঢেকে
রাত্রি ছুঁয়ে উদাসী মুখ মেঘের দেশে
বৃষ্টির কাছে নিমগ্ন দৃষ্টি
সব শ্বাস ফেলে গেছে পৃথিবীতে
উদ্যানময়ী
মরমে, শরমে ভেঙেছে খেলাঘর,
মৃত্যুর কাছে এসে মহাদিগন্তে দুটি ডানা....!
বন্দিশিবিরে উঠেছে ঘূর্ণিঝড়!
এবার জ্বলুক বিদ্যুৎ। হিমোগ্লোবিন কমে আসা ফ্যাকাশে দুটি চোখ রাতের অন্ধকারে হোক রক্তকরবী
প্রতিটি আঁধারকে করুক আঘাত। দাও ভেঙে সমগ্র বিশ্বের নিষেধাজ্ঞা। ভুলে যাও মেয়ে তোমার জন্মগত পরিচয় "তুমি নারী"। গোপন ধ্বংসস্তুপ ঠেলে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এসো, মৃত্যুকাল। মৃত্যুকে লেখো নিজের হাতে।
নতুন পৃথিবী গড়ে তুলতে জ্বালিয়ে দাও উচ্চবর্ণের মানচিত্র এই ভারতবর্ষের বুকে
ভাগ্যকে লেখো তুমি নিজের হাতে, নিজের মতো করে।
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment