কবিতা - পার্থ সারথি চক্রবর্তী

নদীর কাছে বসে থাকি


আমার তো একটাও নদী নেই-


কতবার প্রার্থনায় বসেছি নদীর কাছে

আগুনে ঝলসে যাওয়া মনটা,

ঠান্ডা করে নিতে চেয়েছি তার জলে।

সাদা পায়রা উড়িয়েছি নদীর পাড়ে 

তাঁবু ফেলেছি শরীরের বাকল খুলে


কখনো হয়েছি নীরবতা, কখনো অসাড় গর্জন


কোন ভাবান্তর হয়নি নদীর মনে,

তার বহমানতায়,তার কুলকুল শব্দে।

পাহাড়প্রমাণ অবজ্ঞা বুকে চেপে রেখে 

ঠায় বসে আছি নদীর সামনে 

জোয়ারের অপেক্ষায়, ভাসিয়ে নেবে ব'লে

চিত্র - শ্রীহরি

Comments