অনুবাদ গল্প- সুতপা সাহা

লাতিন আমেরিকান লেখক হুলিও কোর্তাসার এর লেখা অণুগল্প

(খুব  সত্যি  একটি  ঘটনা)


ঘটনাটি এরকম ছিল, যে এক ভদ্রলোক হাত থেকে চশমাটা মেঝের ওপর ফেলে দেন। যখন মেঝের টালির ওপর সেটা পড়ে, অদ্ভুত এক আওয়াজ হয়। ভদ্রলোক নীচু হয়ে তুলতে যান। বেশ বিমর্ষ দেখাচ্ছিল, কারণ চশমার লেন্সগুলো খুব দামী। কিন্তু আবিষ্কার করে আশ্চর্য হন যে চশমাটা ভাঙ্গে নি। এবং বিশ্বাস করেন যে এ ছিল আসলে এক অলৌকিক ঘটনা।

এবারে ভদ্রলোক মনে মনে কৃতজ্ঞ বোধ করেন। বুঝতে পারেন যা ঘটেছে, তা আসলে এক বন্ধুসুলভ সাবধানবাণী। সঙ্গে সঙ্গে চশমার দোকানে গিয়ে একটা চামড়ার তৈরি চশমার বাক্স কিনে ফেলেন। তুলোর প্যাডে মোড়া দ্বিগুণ সুরক্ষার সেই চশমার খাপ। মনে ভাবেন , প্রতিকারের চাইতে প্রতিরোধ ভালো... ইত্যাদি ইত্যাদি। এক ঘন্টা পরে হাত থেকে চশমার খাপ  পড়ে যায়। এবারে নীচু হয়ে তুলতে গিয়ে তেমন কোনও উদ্বেগ বোধ করেন না। কিন্তু আবিষ্কার করে আশ্চর্য হন যে চশমা টুকরো টুকরো হয়ে গেছে। ভদ্রলোকের বুঝতে একটু সময় লেগে যায় যে, ঈশ্বরের অভিপ্রায় নিতান্তই রহস্যময়। এবং বাস্তবে অলৌকিক ঘটনাটি ঠিক এইমাত্রই ঘটে গেল।

চিত্র - শ্রীহরি

Comments