মাঝ রাতে স্বপ্নে দেখি ভূমিপোকা হয়ে
হৃদপিণ্ড শুয়ে আছে হরিণার চোখে
দোমড়ানো ধুলোর মতো তুলতুলে কৈশোর
'কুমির তোর জলকে নেমেছি' খেলতে খেলতে গুনছে হাহাকার
ঝড়ের ইঙ্গিত নিয়ে গিরিপথ ধরে ক্রমশ এগিয়ে আসছে কাল্পনিক বাঘ
যাকে আমি নামাবলী ভেবে ঝুলিয়ে রেখেছিলাম ঘরের দেওয়ালে
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment