বিসর্জন
ষষ্ঠীর ঘরের দোরে পুজোর
আলো অন্য রকম থাকে ,
চোখের কাজল আর ঠোটের রং
এ সে দুঃখ পুষে রাখে ।
ষষ্ঠীর বোধন ঘরের কোনে
নিকষ টাকায় বিনিময়ে,
অন্যকে খুশি রাখার ওই
নিপাট মিথ্যে অভিনয়ে ।
তার মাঝেই বন্ধ মনে
হঠাত্ পরে তার
পিছনে ফেলে আসা
শৈশবের সংসার ।
সারা মাসের খরচ টানে সে
এভাবেই চলতে তার মার চিকিত্সা
ভাইয়ের শিক্ষা পাশে ।
ষষ্ঠীর সবখিছু নতুন লাগে
বারির পথে বহু দিন আগে
সেই সব দিন ফেলে আসা
স্মৃতিতে মার ভালোবাসা।
খবর পেয়ে ভাইয়ের চাকরির
বারিতে আসার ইচ্ছে হল ষষ্ঠীর ।
ঘরে এলো মৃদু আলো
ভাইয়ের রাগ ফুলে ফেঁপে উঠে
মাযের চোখ বৃষ্টি ভিজে
মেযের বিদায বেলা ।
নিজের ঘরে বোধনের আগেই
ষষ্ঠীর হয বিসর্জন।
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment