কবিতা - শুভাশীষ ভাদুড়ী

আদাব আল মাহমুদ


কবিতা এমন কিছু নয় 

দেবারিগণের সে জাতক,

কবিতা, দিনের ঘন রোদে পোড়া দিগঙ্গনে 

ওঁৎ পাতা ছায়াছন্ন ভয়,


সে কেবল তাড়া করে দৈবদেহী তিরের মতন,

কুকুরের লেজনাড়া যেরকম প্রবঞ্চনাময়-

যেমন আহত বিছানায় পড়ে থাকে একক- এর মন-


কবিতা এখন ঝিমধরা পৌষের খরিশ,


কখনো সে রাত্রিপুরুষের মায়াপাখা 

সময়ের সুতো এসে, বেঁধে দিয়ে গেছে তাঁকে

পিঠের ওপর,

কবিতা নিশুতরাত্রে 

ভূতে পাওয়া ছমছমে ঘর--

চিত্র - শ্রীহরি

Comments