২টি কবিতা
কবিতা
১
এই উজ্জ্বল আলো এখন বাতাস
সূ্র্যের রশ্মি
গাছের ঘন সবুজ পাতা
মুখের ওপর
মহাজাগতিক দূরত্ব
আকাশ
সাদা মেঘ
গাছের ডালের আড়াল
অল্প একটু উঁকি দিয়ে
দেখে নেয়
নীচের পৃথিবীর মাটি
আর
সেই মাটির ওপর তৈরি
কবিতার মুহুর্ত
সেই মুহুর্তটা
বেঁচে থাকা
সেই কবিতাটা
মানুষ
২
যদিও এইসব কথাবার্তা বা লেখালেখি
আগেও হয়েছে
ভবিষ্যতেও হবে
তবুও বলে রাখার জন্যই বলছি
অথবা
লিখে রাখার জন্যই লিখছি
মানুষও কবিতা
কবিতাও মানুষ
ব্যস এটুকুই...
গান
ক
এটা ধরা যাক রোজনামচার মত
এটা ধরা যাক ডিয়ার কিটি-র পাতা
এটা ধরা যাক ফোটোশপে তোলা ছবি
এটা ধরা যাক অপরিবর্তনীয়
খ
এটা মনে কর অযথা আর্তনাদ
এটা মনে কর রেট্রোস্পেকটিভ
এটা মনে কর লাইফ টাইম অস্কার
এটা মনে কর পোলারাইজড আইস এজ
গ
এটা ভেবে নিও ধূসর পান্ডুলিপি
এটা ভেবে নিও যেন ঝলসানো রুটি
এটা ভেবে নিও শরনার্থীর ঋতু
এটা ভেবে নিও দিনগুলি রাতগুলি
ঘ
এটা তবে হোক বিবর্তনের পরে
এটা তবে হোক উন্নত মম শির
এটা তবে হোক তোমার আমার কথা
ঙ
এটা তবে হোক শুধুই একটা গান
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment