ছেলেবেলা
আমারও ছেলেবেলা ছিল
এক্কাদোক্কা, বউচি, গোল্লাছুট, দাড়িয়াবান্ধা
সাতচাড়া আর হাডুডুর ছেলেবেলা।
নীলচর বিলে শাপলা শালুক
চিয়াখালে ডুবে মাছ ধরা
কুড়পাড়ে বড়চাচার জমিতে
মিষ্টি আলু কুড়ানো
জানুর মায়ের শশা চুরি
নূরি সাহেবের মাহফিলে মুরালি দোকান
পুজোর মন্ডপে দিনমান ঘোরাঘুরি
কাশবনে, বাশবনে
চাঁদনি রাইতে দল বেধে ছুটোছুটি,
এসব ছিল ছেলেবেলার মূলমন্ত্র।
ছেলেবেলা ছিল সত্যাসত্য
এখনও আছে, তবে
স্মৃতিতে, ভাবনায়
![]() |
চিত্র - শ্রীহরি |
খুব ভালো লেগেছে কবিতাটা পড়ে।
ReplyDeleteখুব ভালো লেগেছে কবিতাটা পড়ে।
ReplyDelete