কবিতা - নীলাদ্রি দেব

সন্ধে 


আলেয়ার মতো দাঁড়িয়ে থাকছে অন্ধকার 

আশ্চর্য এই দেখতে থাকা... চলছে 

এবং চলছে 

অসংখ্য প্রশ্নচিহ্নের ভিড়েও 

   দুপুরগুলো ঠিক দুপুরের মতোই দাঁড়িয়ে 

এরপরও অসমাপিকা ক্রিয়া? 

এরপরও হাই ও হাইরোড মিশে যাবে? 

কবিতা লিখতে লিখতে 

      কে কবিতার কাছাকাছি এল 

      কে দূরে সরে গেল আরও, 

ছুঁয়ে দিল বোধ ও শব্দের শেষে নীরব অক্ষর 

... এসব প্রসঙ্গ তুলে রাখছি 

সন্ধেতে কথা হবে 

যে সন্ধে গাঢ় থেকে আরও গাঢ় হবে

চিত্র - শ্রীহরি

Comments

Post a Comment