আঞ্চলিক ভাষায় কবিতা - সন্তোষ সিংহ


করোনা গতিকে শনি


মুই সগাকে দ্যাখং, কিন্তুক মোক কাহো 

দেখির পায় না

মুই যাক ধরং তাক ক্যারমে ক্যারমে 

শ্যাষ করি দ্যাং 

মুই জিতং মনের আলন্দে

মোর সথে যুঝ কইরবে কায় 

মোক তো কাহো দেখিরে না পায়!

কায় কইল মোর উপজন চীন দ্যাশত?

মুই উপজিছুং অরও ঢেল আগত!

মানষি যেদিনা উপজিছে 

মানষি যেদিনা মানষিক দখেল করা শুরু কইরছে 

হিংসা করা শুরু কইরছে, যুঝ করা শুরু কইরছে 

খ্যামতার জোরে কাহো হইছে গরীব, কাহো ধনী

সেইদিনায় হিংসার প্যাট থাকি মোর উপজন 

মোর উপরা নাম হইল করোনা 

আর তলকার নাম হইল শনি।

চিত্র - শ্রীহরি

Comments