মৃন্ময়ী
১.
প্রতিমা ঘরে খাঁ খাঁ শূন্যতার মাঝখানেও
খড়ের বিচালি। কাঠামোয় প্রাণ আসে একে একে
নরেন পালের মরণ ঠেকাতে পারেনি উদাসীনতা
একটা দুটো বায়নায় পুজো কেটে যাবে বেশ
আসলে ভাল কথা ভাল মন চাই প্রতিমা গড়ণে
সব ছাই আর কালো হোক সম্বৎসর কে চায় !...
দৃষ্টি দান হবে যেদিন পুজো হবে,এস সব বলে
অমল, নরেনের ছেলে
অনটন ঘর দোরে মুখ ভরা আলো নিয়ে
দুগ্গা আসেন পালবাড়ির চালায় খড়ের
বাঁধনে
২.
একদানা চাল নেই। না, 'বাড়ন্ত' বলতে হয়...
জিভ কাটে মানসী। খড়ির উনুনে জল ফোটে
চাল যোগাড়ে বেরোয়...ঘুমিয়ে আছে দাওয়ায়
ছেলে, চালা থেকে ফিরবে অমল। তার আগে
বাধা দিতে হবে পিতলের ঘটিখানি। লুকিয়ে
বেরোতে যায়...মুখোমুখি খোড়ো চালে হাসে
মৃন্ময়ী। ছেলে ওঠে কেঁদে।....অমলের হাতে
ব্যাগ,হাত পায়ে মাটি...ঘটি হাতে ঘরে ঢোকে,
মেয়ে আমার চিন্ময়ী এখন
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment