কেন দূরে সরে যাও
দূরত্ববিধি মেনে চলে গেলে দূরে, ফেরালে মুখ,
কতদিন দেখি না তোমার মুখের ছায়াঘন আলো,
নরম মাটিতে আঁকা ভুগোলের বিষাদসুন্দর যেন বা,
অথবা বৃষ্টিধোয়া পুইমাচার উচ্ছ্বল ভোর, অথবা ভ্রমণ,
তোমাকে কে বলেছিল সরে যেতে দূরে জানি না,
যদি বলে থাকে উপেক্ষায় উপেক্ষায় তাকে বিদ্ধ করো,
তুমি সরে গেলে কোন খড়কুটো ধরব বিপন্ন স্রোতে?
অপেক্ষায় অপেক্ষায় দিন গড়িয়ে রাত, রাতের পর ভোর,
খিলখিল হাসিতে মুছে যায় না দিনযাপনের গোপন ক্ষত,
কতদিন কেউ বলে না চলো ভাসি কবিতায়, গানে, পাহাড়ে,
উঠুক ঢেউ, ভেসে যাবে নৌকো মনদরিয়ার অজানা উজানে,
পরবাসী রামধনু দেবে আলো দূয়ারে দূয়ারে, মেধাঅন্দরে।
বারবার দূরে গিয়ে কী আনন্দ পাও সুন্দরী আমার?
হৃদয়ে চাঞ্চল্য থাকা ভাল, তাই বলে ক্রূড় উদাসীনতা?
তুমি তো জানো উপেক্ষার ভ্রূকুটিতে নদী করে দিক ভুল,
এই যে আঙ্গুলগুলো পুড়ে যাচ্ছে নিঃসঙ্গতার আগুনে,
কে নেভাবে আগুন, কাকে দেব আমার ভূমধ্যসাগর?
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment