বিপন্নতা
পৃথিবীর উষ্ণ শরীর বেয়ে নেমে আসা
বিন্দু বিন্দু ঘামে জড় হচ্ছে শুধু ঘৃণা।
স্তূপাকৃতি বিপন্নতা ফসিল হয়ে স্তরে স্তরে জমছে পাললিক শিলার কাঠিন্য নিয়ে।
স্বার্থের চালে চৌষট্টি খোপে বারবার ব্যবহৃত হয়ে অস্তিত্ব সংকটে বিশুদ্ধ আবেগ।
দৃশ্যমান রক্ত ক্ষরণের থেকেও বড় বিষাক্ত হয়ে উঠেছে কোষে কোষে বয়ে যাওয়া যণ্ত্রণা তরঙ্গরা।
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment