ঘৃণাকে উঠোন নয়
কিছু বলে ফেলার বদলে
না বলে ফেলাটাই কখনো কখনো
ভীষণ মূল্যবান
বাতাসকে আত্মস্থ করতে হয় হে
আগুনকে পোড়াতে দিতে হয়
কিছু উচ্চারণের আগে
নিজেকে সংবরন শেখাতে হয়
ত্যাগ ও তিতিক্ষায়
নীরবকে বসতে দিতে হয়
নির্ঘুমকে স্বীকার করে নিতে হয় হে
কিছু নিয়ে ফেলবার আগে
না নেবার সংকল্পটাও জরুরি
নইলে ফেরা কঠিন
ভালবাসাকে শর্তহীন কর হে
ঘৃণাকে উঠোন দিও না কোনভাবেই।
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment