চুপকথা
কিছু আকরিক শব্দ পুষে রেখেছি প্রয়োজনে
লুকিয়ে রাখি স্বপ্নও আজ অতীতের দিব্যিতে
তবুও কিছু ছুটে যায় সীমা পার করে তোমার দিকে
অনৈতিক বেড়া ছিঁড়ে বিবর্ণ জাফরানী দুপুরে ৷
সব অধিকার বিলিয়ে দিয়েছি বাতাসে অবহেলায়
ক্রমশঃ মুছে যাচ্ছে সব অভিমান মরিচার জলছাপে
বুকের ভিতর অসম্ভব জ্বর আরো উত্তাপ খোঁজে
ইচ্ছারা প্যাকেটবন্দী ঘুমায় আজ হলুদ মলাটে
পাখিদের না লেখা চিঠির মতো পরিণামহীন বিশ্বাসগুলো
রোজ দাহ করে ফিরি শ্মশান থেকে একা একা ৷
![]() |
চিত্র - শ্রীহরি |
Comments
Post a Comment