সুর
ফকির চলেছে
খুব নিশ্চুপে
পথ তব ওঠে বেজে।
তল চেনা যায়
কি কারণে কেন
খুশি হয়ে ওঠে কে যে?
ফকির চলেছে
ছায়া খুলে রেখে
মোহ মুছে গেছে আগে।
নাছোড়বান্দা
সুরখানি শুধু
দোতারার পুরোভাগে!
ওইপারে ফাঁকা
এইপারে গাছ
ওইপার তবু সব?
এইপারে কেন
থাকে না হৃদয়
ওইপারে উৎসব?
হয়তো এপার
অস্ত্রে-বর্মে।
একা পুনরুক্তির।
হয়তো ওপার
স্থুলত্বহীন
আলোময় মুক্তির!
পথ থেমে যায়
নদীর কিনারে
ফকির থামল কই?
ফকিরিয়ানার
খেলা ভেঙে গেলে
সুর হেঁটে চলে ওই!
সুর হাঁটে ওই
জলের ওপর
ওইপার কত দূর?
চোখ তো কিছুই
দেখছে না আর
কান শুধু শোনে সুর....
পাখি ডাক দেয়
গাছ দুলে ওঠে
নদীঘাট কাঁপে শোকে
শোক চিরকাল
দুষ্টু-বালক
ছুঁতে চায় অন্যকে।
পথ থেমে যায়
পথিক ফুরোয়
একা ভেসে যায় সুর
চিনেছে কেবল
এই সত্যকে
রাত্রি ও রোদ্দুর।
![]() |
চিত্র - শ্রীহরি |
অসাধারণ স্যার।❤️❤️
ReplyDeleteচমৎকার, ছান্দিক।
ReplyDelete