কবিতা - অনিন্দিতা গুপ্ত রায়

জ্যামিতিবক্স


বৃত্তের কিছু সহজতা আছে।

গোল ও বাঁকানো রেখাটি যতখুশি

ছোট বড় হোক কেন্দ্রবিন্দু স্থির ।

পরিধির ওপর কাক বা কাকতাড়ুয়া যে কোনও কিছুই অনায়াস তখন।

লিখতে চাওয়া কোনও ইঙ্গিতই ঠিকঠাক চিহ্নিত না বলেই আগাছার মত ঝোপঝাড় কথাদের গায়ে। দু একটা জংলিফুল বা পতঙ্গের আনাগোনায় এস্রাজে খুশিগান। ছোটবড়ো করার খেলায় সম্মোহিতের মতো পুতুলের নাচ। শুধু কেন্দ্রবিন্দু থেকে কখন যে দূরে সরে গিয়ে গিয়ে শূন্যের অবয়বে সমস্ত নেই… বোঝাও গেল না! 

বৃত্তের জটিলতা এটুকু কেবল।

চিত্র - শ্রীহরি

Comments